Union Insurance Company Limited
  • CLAIM SATTLEMENT CEREMONY
  • Inauguration Ceremony
  • Instant Motor Claim Settlement
  • Handing over motor claim cheque

Services We Provide

Engineering Insurance
Motor Insurance
Marine Insurance
Miscellaneous nsurance
Fire Insurance
Value Added Services

জনাব মোজাফ্ফর হোসেন পল্টু পুনরায় চেয়ারম্যান পূন:নির্বাচন

 

২৪.০৮.২০২০ইং তারিখ ইউনিয়ন ইন্স্যুরেন্স কোঃ লিঃ এর ২০তম ভার্চুয়াল বার্ষিক সাধারণ সভা ২০২০ অনুষ্ঠিত হয়। বার্ষিক সাধারণ সভা শেষে ১১৬ তম পরিচালনা পর্ষদ সভায় সর্বসম্মতিক্রমে কোম্পানির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জনাব মোজাফ্ফর হোসেন পল্টু পুনরায় পরবর্তী মেয়াদের জন্য কোম্পানির চেয়ারম্যান নির্বাচিত হন, জনাব মোহাম্মদ হাসমত আলী ভাইস চেয়ারম্যান পূন:নির্বাচিত হন এবং নির্বাহী কমিটির চেয়ারম্যান হিসাবে জনাব মোঃ আজিজুর রহমান পুন:নির্বাচিত হন। এছাড়াও ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান হিসাবে জনাব মো: বেলায়েত হোসেন, ক্লেইম কমিটির চেয়ারম্যান হিসাবে জনাব মোর্শেদ মুরাদ ইব্রাহীম, অডিট কমিটির চেয়ারম্যান হিসাবে জনাব মোহাম্মদ ফয়েজ এবং এনআরসি কমিটির চেয়ারম্যান হিসাবে জনাব এম. ইউ. এ. কাদের সর্বসম্মতিক্রমে নির্বাচিত হন। সভায় কোম্পানির অন্যান্য পরিচালকবৃন্দ এবং কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা তালুকদার মোঃ জাকারিয়া হোসেন উপস্থিত ছিলেন।