বিআইএ এর জেন্টেলম্যান এগ্রিমেন্ট প্রসংগে
বিআইএ এর নির্দেশনা মোতাবেক ৩১.১২.২০২০ইং তারিখ পর্যন্ত এক কোম্পনির ব্যবসা অন্য কোম্পানি করতে পারবে না মর্মে একটি জেন্টলম্যান এগ্রিমেন্ট রয়েছে। তাই ব্যবসা সংগ্রহের ক্ষেত্রে বিআইএ এর নির্দেশনা মেনে চলার জন্য সংশ্লিষ্ট সকলকে অবগত করা হলো।