আইডিআরএ এর সার্ভিলেন্স কমিটি গঠন
আইডিআরএ এর সার্কুলার নং নন-লাইফ ৬৪/২০১৯ এবং ৬৫/২০১৯ এ প্রদত্ত আর্থিক ব্যবস্থাপনা বাস্তবায়ন পর্যবেক্ষনের নিমিত্তে দুটি সার্ভিলেন্স কমিটি গঠন করা হয়েছে। গঠিত কমিটি নোটিশ দিয়ে কিংবা না দিয়ে কোম্পানির প্রধান কার্যালয়সহ যেকোন শাখা অফিস পরিদর্শনে যেতে পারে। বীমা ব্যবসা সংশ্লিষ্ট সকলকে নিজ নিজ কাজ সচ্ছতা এবং বীমা আইনের মধ্যে থেকে কার্য সম্পন্ন করে নিজ কার্যালয়কে আপ-টু-ডেট রাখার জন্য বিশেষভাবে নির্দেশ দেয়া হলো, যাতে সার্ভিলেন্স কমিটি পরিদর্শনে এলে কোনরুপ আইনের ব্যত্যয় খুজে না পায়।